November 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Congress : সোশ্যাল মিডিয়া সেল শক্তিশালী করছে কংগ্রেস

শিলিগুড়ি , ২৬ জুলাই : সোশ্যাল মিডিয়া সেল শক্তিশালী করছে কংগ্রেস , উত্তরবঙ্গের ৪ জেলায় নতুন চেয়ারপার্সন ও কো অর্ডিনেটর করা হল ।

উত্তরবঙ্গে এ ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে কংগ্রেস । জলপাইগুড়ি , দার্জিলিং , কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন গ্রুপে নতুন চেয়ারপার্সন ও কোঅর্ডিনেটর মনোনীত করেছে কংগ্রেসের রাজ্য সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন গ্রুপ ।

কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন বিভাগের রাজ্য চেয়ারপার্সন অশোক ভট্টাচার্য এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , জলপাইগুড়ি জেলার চেয়ারপার্সন হয়েছেন অমর্ত্য রায় , কোঅর্ডিনেটর হয়েছেন উৎপল কুমার ঘোষ । দার্জিলিং জেলার চেয়ারপার্সেন হয়েছেন অভিষেক মালাকার , কো অর্ডিনেটর রাজা মজুমদার । কোচবিহার জেলার চেয়ারপার্সন শাহিদুল হক , অর্ডিনেটর পাঁচ জনকে করা হয়েছে । এরা হলেন , নবিউল ইসলাম , শাহজাহান মিয়া , শুভময় সরকার , মমিনুর রহমান ও রবিন রায় । আলিপুরদুয়ারের শুধু চেয়ারপার্সন করা হয়েছে সন্দীপ ঘোষকে ।

প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে আগামী লোকসভা নির্বাচনে দলের প্রচার জোরদার করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে দলীয় সূত্রে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *