October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Congress : রাজ্যে গনতন্ত্র নেই : শংকর মালাকার

শিলিগুড়ি , ৪ মার্চ : মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে, যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্তব্য করবে তাকেই জেলে ঢোকান হবে বললেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার। প্রসঙ্গত কৌস্তব বাগচীর গ্রেফতারের প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও কর্মসূচি করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সদস্যরা।

এদিন থানার সামনে এসে রাস্তায় বসে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে শংকর মালাকার ক্ষোভ প্রকাশ করেন । কিজন্য কৌস্তভকে রাত ৩ টার সময় মারতে মারতে জেলে পোড়া হল তার জবাব দিতে হবে সরকার কে | তিনি আরো বলেন এই রাজ্যে গনতন্ত্র নেই।

মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই | দল করলে বিরোধী দল থাকবেই | তৃণমূলের বিরুদ্ধে যে কিছু মন্তব্য করবে তাকেই জেলে যেতে হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *