September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Crime : হাতির দাঁত সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ মার্চ : শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় ১৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছিল হাতির দাঁত । গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি সংলগ্ন তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালায় বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের বনকর্মীরা । সেই অভিযানে বিক্রির আগেই উদ্ধার প্রায় তিন ফুট লম্বা এবং তিন কেজি ওজনের একটি হাতির দাঁত ।

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বনদপ্তর । ধৃতের নাম মনিকান্ত গোয়ালা | সে আলিপুরদুয়ারের বাসিন্দা । অসম থেকে শিলিগুড়িতে বস্তাবন্দী করে হাতির দাঁতটি আনা হয়েছিল বিক্রি করার জন্য। শিলিগুড়ির কাছে তিনবাত্তি মোড় এলাকায় ঐ হাতির দাঁত নিয়ে দাঁড়িয়েছিল দুই যুবক । বনদপ্তরের অভিযানে একজন পালিয়ে যেতে সক্ষম হলে ও একজনকে হাতেনাতে ধরে ফেলে বনদপ্তরের কর্মীরা । ধৃতকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। পলাতক অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *