September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

death : শোবার ঘর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় একই ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল মা লতা সরকার এবং তার পাশেই বিছানার উপর মৃত অবস্থায় ছিল মেয়ে তিয়াসা সরকার ।

রবিবার দুপুরে পরিবারে অন্যান্য সদস্যরা দীর্ঘক্ষন তাদের ডাকাডাকি করার পর কোন সাড়াশব্দ না মেলায় পুলিশের খবর দেয় এবং পুলিশ এসে ঘরের ভেতর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে । খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *