September 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Demand : আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির দাবি

শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : শিলিগুড়িতে অ্যাথলেটিক্স এর প্রসার ঘটাতে সিন্থেটিক ট্র্যাক সহ আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার দাবি তুলে শিলিগুড়িতে একটি মিছিল করল শিলিগুড়ি অ্যাথলেটিক্স লাভার্স অ্যাসোসিয়েশন ।

রবিবার সকালে শিলিগুড়ির হাসমিচক থেকে এই মিছিলটি বের করা হয় । মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ , শিলিগুড়ি পুরনিগমের বিরোধীদল নেতা অমিত জৈন সহ অন্যান্যরা ।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন সিন্থেটিক ট্র্যাক সহ স্টেডিয়াম নেই । অ্যাথলেটিক্স এর প্রসার ঘটাতে যাতে এই স্টেডিয়াম তৈরি করা হয় তার জন্য ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের সঙ্গে কথা বলেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় তারও দাবি তিনি তুলে ধরেন। কেবলমাত্র অ্যাথলেটিক্সই নয় ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য ও যাতে সেই স্টেডিয়ামে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সুবিধা থাকে তারও দাবি তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *