October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Dooars : ডুয়ার্সের জঙ্গলে দুই সাপের লড়াই দেখতে ভিড়

দার্জিলিং , ১৬ মে : ডুয়ার্সের জঙ্গলে দুই সাপের তুমুল লড়াই | কিংকোবরার ছোবলে গুরুতর জখম হল অজগর |
লাইন দিয়ে দাঁড়িয়ে কিংকোবরার সঙ্গে অজগরের তুমুল লড়াই দেখল এলাকার বাসিন্দারা । এই লড়াইয়ে কিংকোবরার ছোবলে গুরুতর জখম হয় অজগরটি ।

ঘটনাটি ঘটে বুধবার বিকেলে গরুমারা জঙ্গল লাগোয়া দক্ষিণ গরুমারা সংলগ্ন ধূপঝোরার ডাউয়াতলী এলাকায় । প্রত্যক্ষদর্শীরা জানায় , লড়াই হয়েছে একটি ১৩ ফুট লম্বা কিংকোবরার সঙ্গে কিছুটা ছোট একটি অজগরের ।

অজগরটি প্রথমে কিংকোবরার মুখ পেঁচিয়ে ধরে কিংকোবরাকে কাবু করে দেয় । লড়াইয়ের মাঝেই কিংকোবরা কোনও ভাবে অজগরের কবল থেকে নিজেকে ছাড়িয়েই অজগরের দেহে একের পর এক ছোবল মারে । লড়াইয়ের মাঝেই কিংকোবরাটি অজগরটিকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসে ধূপঝোরা বিটের বনকর্মীরা।

সেখান থেকে কিংকোবরার ছোবলে গুরুতর অসুস্থ অজগরটকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ধূপঝোরা বিট অফিসে । পরে স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যা নাগাদ কিংকোবরাটিকেও উদ্ধার করে বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *