October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Elephant : জল খাবারের খোঁজে চিরুনি তল্লাশী গজরাজের

শিলিগুড়ি , ৬ অগাস্ট : জল খাবারের খোঁজে চিরুনি তল্লাশী সেনা আবাসনের জানালায় গজরাজের ।

একটা সময় ছিল গৃহস্থের রান্না ঘরে মাছ চুরির একচ্ছত্র আধিপত্য ছিল বিড়ালের ।
তবে সময়ের সঙ্গে পাল্টেছে গৃহস্থের রান্নাঘর , এসেছে মডিউলার কিচেন , যে কারনে বিড়ালের মাছ চুরি আজ প্রায় অতীত ।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেড়ালের হাত থেকে মাছ রক্ষা করা গেলেও , উত্তরের ডুয়ার্সের বিভিন্ন জনপদ সহ সেনা ছাউনিতে বাড়ছে মানুষ ও বন্য প্রাণের সংঘাত ।
জলপাইগুড়ির জেলার বনাঞ্চল এলাকায় খাবারের সন্ধানে নিত্য দিন হানা দিচ্ছে বন্যপ্রাণী ।
তবে এবার সেনাবাহিনীর বিন্নাগুড়ি আবাসনের জানালায় উঁকি দিতে দেখা গেল গজরাজকে | রীতিমতো রান্না ঘরের জানলা দিয়ে শুড় ঢুকিয়ে
জল খাবারের আশায় করল চিরুনি তল্লাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *