October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Fire : ফাস্টফুডের দোকানে আগুন , ক্ষতি লক্ষাধিক টাকার

শিলিগুড়ি , ১৬ মে : পুড়ে গেল একটি বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান । গতকাল গভীর রাতে আচমকাই ওই ফাস্টফুড ও বিরিয়ানির দোকানে আগুন লাগে । শিলিগুড়ির হায়দার পাড়া প্রাইমারি স্কুলের পাশের ওই দোকানটিতে আগুন লাগার দৃশ্য দেখেই স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগকে খবর দেন ।

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে । অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার পুলিশ । দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে । নিমেষের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় পুরো দোকান ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , দোকান বন্ধের পর গ্যাস সিলিন্ডার বন্ধ করতে ভুলে গিয়েছিল দোকানের কর্মচারী । ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পার্শ্ববর্তী দোকানগুলিকে অগ্নিকাণ্ডের হাত থেকে বাঁচায় ।

দোকানে কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না । হায়দার পাড়ার একটি বহু তলের নিচে দীর্ঘদিন ধরে চলছিল ওই বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই বহু তলের অন্যান্য আবাসিকদের মধ্যে । এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানী জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *