November 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Medical : কন্যাযাত্রী বোঝাই গাড়ি দুর্ঘটনায় মৃত তিন , আহত একাধিক

শিলিগুড়ি , ১৫ মে : বিয়ে বাড়িতে যাওয়ার পথে ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনা দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় । ফাঁসিদেওয়ার কান্তিভিটা এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে | এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের , আহত একাধিক ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ফাঁসিদেওয়ার হেলাগছ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান । সেইসময় ফাঁসিদেওয়ার কান্তিভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি । ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা ।

খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা , ঘোষপুকুর ফাঁড়ির পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ।
এই ঘটনায় গুরুতর জখমদের চিকিৎসা চলছে । তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *