October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : হাতবদলের আগে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা সহ দুই

শিলিগুড়ি , ১১ অগাস্ট : হাতবদল করতে যাওয়ার আগে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা সহ দুই । নকশালবাড়ির রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা এবং এক পুরুষকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৯০ গ্রাম ব্রাউন সুগার |

ধৃতরা হল আরিমা খাতুন (৩৮) ও মহম্মদ মাজিরুল (৪০) | দু’জনেই মালদার কালিয়াচকের গুলাবগঞ্জের বাসিন্দা । পুলিশ সূত্রে খবর , মালদা থেকে ট্রেনে উঠে নকশালবাড়ি রেল স্টেশনে নেমে খড়িবাড়িতে মাদক দিতে যাচ্ছিল ধৃতরা।

পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসতেই রথখোলা রেলগেটে সন্দেহজনক ২ জনকে আটক করে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করে নক্সালবাড়ি পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ | পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *