Drug : বিপুল পরিমাণ নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই
শিলিগুড়ি , ৩০ মে : দার্জিলিং জেলা পুলিশের ফাঁসিদেওয়া থানার বিধাননগর ইনভেস্টিকেশন সেন্টারের পুলিশ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল | তাদের কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ | মুরারীগঞ্জ চেকপোস্ট এর কাছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ । একটি অসম নম্বরের […]