শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : প্রায় ১৬১ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ ।
বুধবার দুপুরে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে এই সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।
ধৃত মাদক কারবারীর নাম অজয় শাহম । ধৃত বিশ্বাস কলোনি এলাকার বাসিন্দা। বিশ্বাস কলোনি রেলগেট এলাকা থেকে তাকে পাকড়াও করল পুলিশ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৬১ গ্রাম ব্রাউন সুগার । মাটিগাড়া থানার আইসির উপস্থিতিতে তাকে গ্রেপ্তার করে এন্টি ক্রাইম উইং এর পুলিশ ।
পুলিশের কাছে বুধবার দুপুরে গোপন সূত্রে খবর আসে মাদক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে অজয় শাহ । ওই খবরের ভিত্তিতেই চলে অভিযান | ধৃতকে আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করবে মাটিগাড়া থানার পুলিশ ।