May 9, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার দুই অটো যাত্রী

শিলিগুড়ি , ২ মে : ফাঁসিদেওয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়ার নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রী বাজেয়াপ্ত করে | একটি যাত্রীবাহী অটো তল্লাশি করতেই অটোর ভেতরে থাকা দুই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার ।

সঙ্গে সঙ্গে ফাঁসিদেওয়া থানার পুলিশ এক মহিলা ও এক পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে | জিজ্ঞাসা করতেই আসল তথ্য উঠে আসে । ফাঁসিদেওয়ার টামবাড়ী থেকে চটহাট নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার ।

পুলিশ সূত্রে খবর ধৃতদের ব্যাগ থেকে প্রায় ৯১ গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় । ধৃতরা হল মহম্মদ আলিমুদ্দিন ও বেরাফুল বেগম | তাদের বিরুদ্ধে NDPS আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে | আজ ধৃত দুই জন কে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *