September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : মাদক সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১০ অগাস্ট : মাদক সহ গ্রেপ্তার এক | নকশালবাড়ির রথখোলা সংলগ্ন এলাকার ঘটনা | মাদক পাচারের আগে গোপন সূত্রে খবর পায় এস‌এসবি । মদনজোত এস‌এসবির ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাকে আটক করে | তল্লাশি করতেই তার কাছ থকে উদ্ধার হয় ৯৪ গ্রাম ব্রাউন সুগার । ধৃতের নাম তাপস পাল | সে রথখোলার বাসিন্দা ।

ধৃতকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে নকশালবাড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *