September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

New Born Baby : সদ্যোজাতকে উদ্ধার সহ মূল অভিযুক্তকে গ্রেফতার

শিলিগুড়ি , ২৩ এপ্রিল : চুরি যাওয়ার ৭২ ঘন্টার মধ্যেই সদ্যোজাতকে উদ্ধার সহ মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ওই শিশুকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতেই শিশু ও অভিযুক্তকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে । অভিযুক্তদের নামে সিতা দাস ,অঞ্জু দাস । এরা দুজনই সম্পর্কে মা ও মেয়ে। রবিবার এই বিষয়ে মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার অফ পলিশ সুভেন্দ্র কুমার। অভিযুক্ত দু’জনকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *