September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

State : নাবালিকার মৃত্যু নিয়ে রাজ্যকে নিশানা

শিলিগুড়ি , ২৪ এপ্রিল : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক নাবালিকার মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যকে নিশানা করলেন কেন্দ্রীয় তপশিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার । সোমবার বাগডোগরা বিমানবন্দর হয়ে দিল্লি রওনা দেন তিনি ।


যাওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার বলেন , উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটল এক নাবালিকার মেয়ের ওপর যেভাবে অত্যাচার হল তাতে তিনি আশ্চর্য | টায় তারা দিল্লি থেকে এখানে চলে আসেন |

কিন্তু রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এখনও পর্যন্ত কেউ ঘটনাস্থলে আসেননি। আইজিপি , এসপি, জেলাশাসক কে উপস্থিত থাকতে বলা হলেও তারা আসেননি। এমনকি এই কেসের তদন্তকারী অফিসার ছিলেন না। ঘটনাটি পূর্বপরিকল্পিত । পরিকল্পনা করে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন ।

এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে কালিয়াগঞ্জের আইসি ও উত্তর দিনাজপুরের পুলিশ সুপারকে ফাস্ট ব্যান্ড করার আর্জি কমিশনার কাছে জানাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *