Cricket : ঘরে ফিরলেন রিচা ঘোষ
শিলিগুড়ি , ২৭ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে সোনা জয়ী মহিলা ক্রিকেট দলের উইকেট রক্ষক রিচা ঘোষ ঘরে ফিরলেন আজ । এদিন বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালে রিচাকে সংবর্ধিত করা হয় । বিমানবন্দরে রিচাকে স্বাগত জানাতে রিচার বাবা সহ অনেকেই বিমানবন্দরে পৌঁছান। ব্যান্ড পার্টি বাজিয়ে শহরে স্বাগত জানানো হয় তাকে । এদিন রিচা জানান , সোনা জিতে ভালো […]