চিতা বাঘের আতঙ্ক একাধিক গ্রামে
শিলিগুড়ি , ১৯ এপ্রিল : রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক গ্রামে চিতাবাঘের আতংক । জখম এক চা শ্রমিক।জলপাইগুড়ি পাতকাটা অঞ্চলের পাদ্রীকুটির লেবুডাঙ্গা এবং নাহাটা চা বাগানে চিতাবাঘ হানা দেয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বুধবার পাতা তোলার কাজ করার সময় নাহাটা চা বাগানের এক শ্রমিক গোপাল দাস চিতাবাঘের হানায় জখম হন। তাকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি […]