September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Raid : পরিবেশ দপ্তরের অভিযান উদ্ধার আট টি টিয়া

শিলিগুড়ি , ৯ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের পরিবেশ দপ্তরের অভিযান উদ্ধার আট টি টিয়া পাখি।


শিলিগুড়ি পুরনিগমের পরিবেশ দপ্তরের কাছে গোপন সূত্রে খবর আছে শিলিগুড়ি ৫ নম্বর ওয়ার্ডের সমনগর এলাকায় একটি বাড়িতে মজুত করে রাখা হয়েছে বেশ কয়েকটি টিয়া পাখি। সেখান থেকেই টিয়া পাখির বিক্রির অবৈধ ব্যবসা চালাত ঐ ব্যক্তি বলে অভিযোগ । সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় আজ শিলিগুড়ি পুর নিগমের পরিবেশ দপ্তর । অভিযান চালিয়ে আট টি টিয়া পাখি উদ্ধার করে এবং বাড়ির মালিক পরিচয় পত্র আটক করে পরিবেশ দপ্তর।

পরিবেশ দপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর জানিয়েছেন , যার বাড়ি থেকে টিয়া পাখি গুলি উদ্ধার হয়েছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হবে সংশ্লিষ্ট থানায় ও বনদপ্তরে পরিবেশ দপ্তরের তরফে। পাশাপাশি টিয়াগুলিকে আজ বনদপ্তরের হাতে তুলে দেবে শিলিগুড়ি পুরনিগমের পরিবেশ দপ্তর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *