December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : নির্জন রাস্তায় পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার কস্তুরী !

শিলিগুড়ি , ১ জুন : শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের জেলখানার পাশের নির্জন রাস্তায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার ৩৯ টি মৃগনাভি | যা কস্তুরী নামে পরিচিত |

ওই ওয়ার্ডেরই বাসিন্দা দুই মহিলা রাস্তা দিয়ে যাবার সময় ব্যাগটি পড়ে থাকতে দেখেন | ব্যাগটি থেকে সুগন্ধ বের হচ্ছিল | তাতে তাদের সন্দেহ হয় | তারা কস্তুরী গুলি দেখতে পায় | খবর পেয়ে পৌঁছান ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু | তিনি এসে বনদপ্তরে খবর দেন | বনদপ্তরের কর্মীরা এসে কস্তুরীগুলিকে উদ্ধার করে নিয়ে যান | তবে কোথা থেকে এল কিভাবে এল তা এখনও তদন্ত সাপেক্ষ | বনদপ্তরের পক্ষে ডাবগ্রাম রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান , উদ্ধার হওয়া বস্তুগুলি পরীক্ষার জন্য পাঠান হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *