September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Hospital : ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগ স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে

শিলিগুড়ি , ১ জুন : ১৩ মাসের শিশুকন্যাকে ১৮ মাসের শিশুর ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ৪ নম্বর স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে । ভুল ভ্যাকসিন দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি বলে অভিযোগ ।

পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে | বর্তমানে শিশুটি শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ রয়েছে ।

এ বিষয়ে শিলিগুড়ি পুরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত জানিয়েছেন , ভ্যাকসিন নেওয়ার পর একটি শিশু কন্যা অসুস্থ হয়ে পড়েছে । তবে বিষয়টি ভুল ভ্যাকসিনেশন দেওয়ার জন্য হয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে বিষয়টি তারা নজরে রেখেছেন । যদি সত্যি ভুল ভ্যাকসিন দেওয়ার ঘটনা ঘটে তাহলে যে ভ্যাকসিন দিয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *