December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Rape : চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে

শিলিগুড়ি , ২৩ নভেম্বর : চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল ১৪ বছরের নাবালকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে আশিঘর ফাঁড়ির অন্তর্গত এলাকায় । এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত নাবালক । অভিযুক্ত নাবালক তার মায়ের সাথে আশিঘর ফাঁড়ি অন্তর্গত এলাকায় ভাড়া থাকত ।

প্রতিদিনের মতো সেদিনও সেই নাবালকের মা কাজে চলে যান এর পর বাড়িতে একাই ছিল সেই নাবালক । পাশের বাড়ির এক ৪ বছরের শিশু বাড়ির বাইরে খেলছিল | ঠিক সেই সময় শিশুকন্যাকে টিভি দেখার বাহানা করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই কিশোর বলে অভিযোগ । এরপর ওই শিশুকন্যার চিৎকার শুনে পাশের বাড়ির এক মহিলা ঘরে যেতেই পালিয়ে যায় নাবালক ।

ঘটনার পরই আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় । লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ওই নাবালককে গ্রেপ্তার করে পুলিশ ।

অন্যদিকে শিশুকন্যাটি চিকিৎসাধীন শিলিগুড়ি জেলা হাসপাতালে । আজ অভিযুক্তকে জুভেনাইল আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *