November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

চিতা বাঘের আতঙ্ক একাধিক গ্রামে

শিলিগুড়ি , ১৯ এপ্রিল : রাজগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক গ্রামে চিতাবাঘের আতংক । জখম এক চা শ্রমিক।
জলপাইগুড়ি পাতকাটা অঞ্চলের পাদ্রীকুটির লেবুডাঙ্গা এবং নাহাটা চা বাগানে চিতাবাঘ হানা দেয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

বুধবার পাতা তোলার কাজ করার সময় নাহাটা চা বাগানের এক শ্রমিক গোপাল দাস চিতাবাঘের হানায় জখম হন। তাকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে এলাকায় যান বনবিভাগের গৌরীকোণ বিটের বনকর্মীরা। যদিও দীর্ঘক্ষণ তল্লাশির পরও চিতাবাঘের দেখা পাননি তারা। তবে বাসিন্দাদের মধ্যে আতংক থাকায় খাচা বসানো হবে বলে জানা গিয়েছে বনদফতর সূত্রে।

অন্যদিকে, বেলাকোবা অঞ্চলের ডাঙ্গাপাড়া এবং মন্থনী এলাকাতেও চিতাবাঘের আতংক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মঙ্গলবার বিকেলে একসঙ্গে তিনটি চিতাবাঘ দেখেছেন তারা। খবর পেয়ে গৌরীকোন বিটের বনকর্মীরা আসেন। একলায় তল্লাশির পাশাপাশি পটকা ফাটায় বনকর্মীরা। কিন্তু চিতাবাঘের দেখা মেলেনি।

এই এলাকাগুলিতে অনেক ছোটো ছোট চা বাগান রয়েছে,যা চিতাবাঘের পক্ষে লুকিয়ে থাকার আদর্শ জায়গা। গ্রামবাসীদের অনুমান সেখানেই লুকিয়ে রয়েছে চিতাবাঘ। একটি চিতাবাঘই বিভিন্ন এলাকায় ঘুরছে, নাকি একাধিক চিতা বাঘ রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে । এলাকাগুলিতে চিতাবাঘকে ফাঁদে ফেলার জন্য খাঁচা পাতা হচ্ছে।

চিতা বাঘের আতঙ্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *