October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Accused : পাখি শিকার করতে গিয়ে ধরা পড়ল অভিযুক্ত যুবক

শিলিগুড়ি , ১৬ মে : পাখি শিকার করতে গিয়ে এক যুবককে হাতেনাতে ধরল বৈকুণ্ঠপুর বন বিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা । ধৃত যুবকের নাম বিষ্ণু দাস | ধৃতের বাড়ি ফাড়াবাড়ি ভেলকি পাড়া এলাকায় ।

গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে বন কর্মীরা । তার থেকে উদ্ধার হয় ২৩৫ টি পাথর , গুলটি ও শিকার করার নানা সামগ্রী । এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান ADFO দেবাশীষ কুমার ভঞ্জ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *