December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : মুখ্যমন্ত্রীকে সংবিধান রচনা করতে বললেন সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ১৯ মার্চ : সুপ্রিম কোর্টের নজরদারিতে লোকসভা নির্বাচন করানোর দাবি করেছেন ডেরেক ও ব্রায়েন । তার পাল্টায় এবার রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার । মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান , “ডেরেক ও ব্রায়েনের ঝামেলা করার দরকার নেই । বাজার থেকে একটা মোটা জাবদা খাতা কিনে উনি মুখ্যমন্ত্রীকে দিন । উনি নতুন সংবিধান রচনা করুক । উনি যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের । মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন আর ডেরেকবাবু ওটার কারেকসান করবেন। ইংরেজিতে ট্রান্সলেশন করবেন।”

এদিন শিলিগুড়িতে শঙ্কর ঘোষের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি । তার পরিবারের সঙ্গে দেখা করেন কথা বলেন | সমবেদনা জানান শঙ্কর ঘোষকে |


অন্যদিকে গার্ডেনরিচ ঘটনা প্রসঙ্গে তোপ দাগেন সুকান্ত মজুমদার । তিনি বলেন , “তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা সব জানে । মিথ্যা কথা বলছে । কাউন্সিলারদের স্কয়ার ফিটে টাকা ঠিক করা আছে । ফিরহাদ হাকিম সব জানতেন । যে গাড়ি কেনার কথা আমরা জীবনেও ভাবতে পারবো না। কলকাতার কাউন্সিলার কর্পোরেটারদের টাকা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *