September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : শুকনা গাছের ঝোপে আগুন

শিলিগুড়ি , ১৯ মার্চ : শিলিগুড়ি জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা ডেমু শেড এর শুকনা গাছের ঝোপে আগুন লাগলে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় |
মঙ্গলবার দুপুরে জংশন স্টেশন থেকে ৫০০ মিটার দূরে কোনোভাবে জ্বলন্ত সিগারেটের থেকে আগুনে লাগে | সময় যেতেই ছড়িয়ে যায় আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে । তবে ইঞ্জিন আগুন লাগার স্থানে ঢুকতে পারেনি |

তাই দমকল কর্মীদের প্রচেষ্টায় রেলের নিজস্ব রিজার্ভার থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ করেন দমকল কর্মীরা | ঘন্টা খানেকের প্রচেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে । তবে ঘটনা আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি | ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ | ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিক এবং জিআরপি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *