September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Border : কোচবিহার জেলার তিনবিঘা করিডর পরিদর্শন পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির

শিলিগুড়ি , ৩ জুলাই : কোচবিহার জেলার তিনবিঘা করিডর পরিদর্শন করলেন বিধানসভার পরিবেশ , বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল । সেই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা ।

প্রতিনিধি দল কথা বলেন ওপারের বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের সঙ্গে । স্থানীয় বিএসএফ কর্তাদের সঙ্গে ছোট্ট একটি বৈঠকে করেন। তাদের তিনবিঘা করিডর পরিদর্শনের সময় মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল , বিএসএফের কর্তা এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার প্রমুখ ছিলেন।

শওকত বাবু বলেন , তিনবিঘা করিডর এলাকার বর্তমান চিত্র কেমন রয়েছে । সেটা জানতেই এদিনের পরিদর্শন । এখানকার সম্পর্কেও তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করে বিধানসভায় তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *