December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Death : ডেকরেটর কর্মীর অস্বাভাবিক মৃত্যু !

শিলিগুড়ি , ৩ জুলাই : ডেকরেটর কর্মীর অস্বাভাবিক মৃত্যু | ঘটনাটি শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর বউবাজার এলাকার | এক ডেকরেটরের গোডাউন থেকে ওই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ |

তিন দিন ধরে ওই গোডাউনটি বন্ধ ছিল । আজ সকালে গোডাউনটি খুললে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্য কর্মীরা | মৃত ব্যক্তির নাম চিত্ত কর্মকার । তার বয়স ৪৮ | বাড়ি শান্তিনগর বউবাজার এলাকায় |

খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ | দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । তদন্ত শুরু করেছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *