December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

bomb : শুকনো ঝোপে বোম !

নাগরাকাটা , ২৬ নভেম্বর : নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনী এলাকায় একটি বাড়ির সামনে শুকনো ঝোপের মধ্য থেকে একটি বোম উদ্ধার করল নাগরাকাটা থানার পুলিশ ।

নাগরাকাটার মত শান্তিপূর্ণ এলাকায় বোম উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । বোমটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর সেনাদের খবর দিয়েছে পুলিশ । সেনাদের হাতে বোমটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।


নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার বলেন , একটা বোম উদ্ধার হয়েছে । তবে অনুমান করা হচ্ছে বোমটি নিষ্ক্রিয় । তবুও ঝুঁকি না নিয়ে সেনাদের জানানো হয়েছে | তারা এসে বোমটি নিয়ে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *