September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা লাইফ স্টাইল

She Awards : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত হল “She awards”

শিলিগুড়ি , ৬ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস পালন করল নিউজ পোর্টাল খবর সময় | গতকাল সন্ধ্যায় সেবক রোড স্থিত এক্রপলিশ মল এ অনুষ্ঠানটি আয়োজিত হয় | এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি CRPF এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান DPS | সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা নিজের ছাপ রেখে চলেছে | তাদের উজ্জলতায় আজ সমাজ ও আলোকিত | সেই সমস্ত নারীদের উত্সাহ দিতে খবর সময় ও সচেষ্ট | তারই ফলস্বরূপ খবর সময়ের চিফ এডিটর সঞ্জয় শর্মার একনিষ্ঠ উদ্যোগে “She awards” আয়োজিত হল গতকাল |

এদিন খবর সময় “She awards” সম্মানে সম্মানিত হলেন ডক্টর নীলা ভট্টাচার্য , রূপা শীল রাহা , কাবেরী চন্দ সরকার , প্রিয়া রুদ্র , বিউটি বর্মা , সবিতা সাহা , চম্পা দে , স্নেহলতা শর্মা , শালিনী ভৌমিক গোস্বামী , ববিতা শর্মা , কিরণ কায়ন , সি এ হংসীকা প্রসাদ , সাচী সারউগি , লোচানি প্রধান , কওলজিত কৌর এবং প্রতিমা দে |

এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে রেডিও মিষ্টি | এছাড়া সহযোগী হিসেবে ছিল এক্রপলিশ মল এবং কো পার্টনার ছিল পাইওনিয়ার টি | টাইটেল স্পন্সর চিক অমৃত ভোগ রাইস |

সম্মানীয় অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি নিজেরদের মতামত ও ব্যক্ত করেন | তুলে ধরেন আজকের সমাজে নারীদের অবস্থান প্রসঙ্গকে |





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *