September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Accident : সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় দুর্ঘটনায় মৃত চার

শিলিগুড়ি , ৬ মার্চ : মুখোমুখি সংঘর্ষ সিকিম নম্বরের ছোট চারচাকা গাড়ির সঙ্গে একটি মালবাহী ছোট চারচাকা গাড়ির | সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় । ঘটনার জেরে মৃত্যু হয়েছে চারজনের । কোনওমতে প্রাণে বাঁচলেন সিকিম থেকে আসা গাড়ির চালক । তবে দূর্ঘটনার জেরে কিছুটা আহত হয়েছেন তিনি । শিলিগুড়ি জেলা হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

সিকিম নম্বরের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেই গাড়িতে চারজন ছিল । উল্টোদিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে রওনা হয়েছিল । সাত মাইল এলাকায় দুটি গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে । দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে । ঘটনার জেরে সেখানেই মৃত্যু হয় একজনের । বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয় । সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল অরুণ ছেত্রী , বিকাশ গুপ্তা , সাগর তামাং এবং বিনোদ রাই । অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মিলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *