September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Tea Garden : শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে অবরোধ

জলপাইগুড়ি , ৮ এপ্রিল : দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকরা মজুরি পাচ্ছেন না , তাই পথ অবরোধে শামিল হলেন শ্রমিকরা ।

অবরোধে শামিল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নিউ ডুয়ার্স ও চুনাভাটি চা বাগানের শ্রমিকরা । এদিন দুপুরে বানারহাটের এলআরপি (LRP) মোড় জাতীয় সড়ক অবরোধ করে চা বাগানের শ্রমিকরা | রীতিমতো রাস্তায় বসে পড়েন তারা । যার ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হয়ে পড়ে | পরবর্তীতে ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে পরবর্তীতে অবরোধ তুলে নেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *