November 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : টোটো নিয়ে নিখোঁজ চালক , চিন্তায় পরিবার

শিলিগুড়ি , ৯ এপ্রিল : টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটে রাঙাপানি সংলগ্ন ধজুজোত গ্রামে।
নিখোঁজ ব্যক্তির নাম শচীন সিংহ ( ৩৮ )।

পরিবারের সদস্যরা জানালেন সোমবার সকাল সাতটার সময় নিজের টোটো নিয়ে বেরিয়ে যান। তারপর থেকে তার আর খোঁজ নেই । তার সঙ্গে থাকা মোবাইল ফোন সুইচড অফ রয়েছে । যোগাযোগ করতে পারছে না কেউ ।


ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ করার পর মঙ্গলবার সকালে বাগডোগরা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দয়ের করা হয় পরিবারের তরফে । ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ ।
এদিন গিয়ে দেখা গেল পরিবারের সকল সদস্য কান্নায় ভেঙে পড়েছেন । তার স্ত্রীর আবেদন যদি কোন সহৃদয় ব্যক্তি দেখে থাকেন তাহলে নিকটবর্তী বাগডোগরা থানায় খবর দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *