October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : দুর্ঘটনায় জখম তিন

শিলিগুড়ি , ৬ জুন : জাতীয় সড়কে চার চাকার গাড়িকে ধাক্কা দিয়ে দূর্ঘটনার কবলে বাইক । জখম তিন যুবক। নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কে পানিট্যাঙ্কি থেকে বাগডোগরা যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিনজন বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িকে ধাক্কা দেয়।

ঘটনায় লুটিয়ে পড়েন তিনজন। আহতরা হল চন্দন দাস , কালু রায় ও কুন্দন রায় । আহতরা বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা। পরে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনলে একজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

অন্যদিকে ঘটনার পর চার চাকার গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক । দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে উদ্ধার করেছে নকশালবাড়ি থানার পুলিশ । ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *