September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Station : রেলের টিকিটের দালাল গ্রেপ্তার

জলপাইগুড়ি , ৬ জুন : জলপাইগুড়ি রোড স্টেশনে এক রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করল রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও আরপিএফ ।

জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে একজন রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করা হয়েছে | জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফের ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানান , ধৃতের বাড়ি জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ের শেশাপাড়া এলাকায় । অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলের টিকিটের দালালি করছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে । তার কাছে পাওয়া গেছে রেলের টিকিটও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *