October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

VOTE : ব্যালট বক্সের ভেতর জল , বন্ধ ভোট গ্রহণ

শিলিগুড়ি , ৮ জুলাই : ফুলবাড়ীর ১৯ এর ৩০৭ নম্বর বুথে ব্যালট বক্সের ভেতর জল ঢেলে দেওয়ার ফলে ভোট গ্রহণ বন্ধ | এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা | মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ।

তৃণমূল ও জোট প্রার্থীর মতবিরোধের কারণেই জোট প্রার্থী ব্যালট বক্সের ভেতর জল ঢেলে দেয় বলে অভিযোগ | ব্যালট বক্স টি বুথের ভেতর থেকে বের করে বাইরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ তৃণমূলের |

তবে জোট প্রার্থীর পাল্টা অভিযোগ , তৃণমূল এর সমর্থকরা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতর জোর দবরদস্তি করে তৃণমূলে ভোট দেওয়ার জন্য বাধ্য করছিল | তবে কে বা কারা ব্যালট বক্সের ভেতর জল দিয়েছে তা তারা জানেন না | ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *