Road Block : ডাম্পার আটকে বিক্ষোভ স্থানীয়দের
শিলিগুড়ি , ৫ জানুয়ারী : ওভারলোড বালি পাথর বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারী এলাকায় ওই ডাম্পার গুলিকে আটকে বিক্ষোভ দেখায় বাসিন্দারা । অভিযোগ দিনের পর দিন ওই ওভারলোড ডাম্পারের জন্য এলাকায় পথ দুর্ঘটনা বাড়ছে । একাধিকবার পুলিশকে জানালেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় ডাম্পার গুলিকে আটকে পথ অবরোধ […]