শিলিগুড়ি , ৫ জুলাই : প্রকৃতির কথা ভেবে শিলিগুড়ি পুরনিগমের তরফে নয়া উদ্যোগ । শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার । তবে শহরের দিন দিন বৃদ্ধি পাওয়া এবং একাধিক উন্নয়নের ফলে কাটা হয়েছে শহরের একাধিক গাছ। নষ্ট হয়েছে প্রকৃতির ভারসাম্য।
এবার সেই ভারসাম্য কে ফিরিয়ে আনতেই আগামী ৮ জুলাই থেকে শিলিগুড়ি শহর জুড়ে লাগানো হবে প্রায় ২০ হাজার গাছ । শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । এদিন একাধিক দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেন মেয়র | তিনি জানান অগাস্ট মাস পর্যন্ত তাদের এই বৃক্ষরোপন চলবে ।