শিলিগুড়ি , ২৪ মার্চ : সেক্স র্যাকেট চালানোর অভিযোগে শিলিগুড়ির মহিলা থানার পুলিশ এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ | ধৃত মহিলার নাম ললিতা বর্মন ওরফে চন্দনা । উল্লেখ্য চন্দনা মোবাইলের মাধ্যমে ছবি আদান প্রধান করত | এই ভাবে সে সেক্স র্যাকেট চালাত । ২০২২ সালের ডিসেম্বর মাসে বিষয়টি জানতে পারে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ । এরপরই গ্রেফতার করা হয় চন্দা শাহ , মিজানুর ইসলাম এবং সম্রাট সরকারকে।এই ঘটনার তদন্তে নেমে মহিলা থানার পুলিশ দু’মাস পর অনলাইন সেক্স র্যাকেট চক্রের মাস্টারমাইন্ড অখিলেশ কুমারকে গ্রেফতার করে।
ধৃত অখিলেশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে ললিতা বর্মনের ওরফে চন্দনা নাম সামনে আসে । এরপরই ললিতার খোঁজ শুরু করে মহিলা থানার পুলিশ । গতকাল ৪০ নম্বর ওয়ার্ডের দূর্গানগরে ভাড়া বাড়ি থেকে ললিতা বর্মন ওরফে চন্দনা কে গ্রেপ্তার করা হয় । ধৃত মহিলাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে ।
অপরাধ
উত্তরবঙ্গ
Crime : সেক্স র্যাকেট চালানোর অভিযোগে গ্রেপ্তার মহিলা
- by Soumi Chakraborty
- March 24, 2023
- 0 Comments
- Less than a minute
- 3192 Views
- 1 year ago