December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Rahul Gandhi : বাগডোগরা হয়ে জলপাইগুড়ি আসছেন রাহুল গান্ধী

জলপাইগুড়ি , ২৭ জানুয়ারী : ফালাকাটা , ধূপগুড়ি হয়ে জলপাইগুড়ি আসছেন না রাহুল গান্ধী । উনি বাগডোগরা হয়ে জলপাইগুড়ি আসবেন। সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত । পাশাপাশি তিনি বলেন কংগ্রেসর কোনও জোট সঙ্গী নেই । তাই স্থানীয় বাম সহ অন্যান্য দলের নেতাদের ন্যায় যাত্রায় আসার জন্য অফিশিয়ালি নিমন্ত্রণ করেননি।

পাশাপাশি ধূপগুড়িতে ন্যায় যাত্রার ফ্লেক্স ছেঁড়া নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ । পুলিশের সুয়োমোটোর তদন্তের দাবী জানিয়েছেন AICC সদস্য শুভঙ্কর সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *