September 16, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : টোটো ও বাইকের সংঘর্ষে জখম ৯ স্কুল পড়ুয়া সহ ১২

শিলিগুড়ি , ১২ অগাস্ট : একই দিনে ফের পথ দুর্ঘটনা বাগডোগরায় । টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম ৯ স্কুল পড়ুয়া সহ ১২ জন । বাগডোগরার কেস্টপুর সংলগ্ন হালালবস্তির ঘটনা।

জাতীয় সড়ক অবরোধ থাকায় কেস্টপুরে নেমে গ্রামীণ সড়ক দিয়ে টোটোতে করে ফাঁসিদেওয়ার বেসরকারি স্কুলে যাচ্ছিল ৯ জন পড়ুয়া । সেইসময় হালালবস্তি এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়া থাকা টোটোটিতে ধাক্কা মারে ।

ঘটনায় ৯ জন পড়ুয়া , টোটো চালক ও ২ জন বাইক আরোহী আহত হন । বর্তমানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক । আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বাগডোগরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আহত পড়ুয়ারা বিজয়নগর চা বাগানের বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেটমুডি সিঙ্গিঝোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান । ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *