September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : নেশার সামগ্রী সহ গ্রেপ্তার যুবক

শিলিগুড়ি , ১২ অগাস্ট : নকশালবাড়ি পুলিশ ও দার্জিলিং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার | গ্রেপ্তার ১ যুবক । ধৃতের নাম উৎপল বর্মন (২১) | সে নকশালবাড়ির রঘুজোতের বাসিন্দা ।

গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির রঘুজোতের ক্যানালে ওতপেতে বসে ছিল পুলিশ ও এস‌ওজি । সাইকেল করে এক যুবক মাদক নিয়ে গ্ৰামে ঢোকার সময় পুলিশের সন্দেহ হলে যুবককে আটক করে তল্লাশি চালায় | তার কাছ থেকে ২০৬ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । পরে যুবককে গ্ৰেপ্তার করে নকশালবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *