September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : বন্ধু সেজে অপহরণের ছক বানচাল , গ্রেপ্তার ছয়

শিলিগুড়ি , ১৩ অগাস্ট : ছয় অপহরনকারীকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ ।

বন্ধু বানিয়ে এক ব্যাক্তিকে অপহরণ। পরবর্তিতে মুক্তি পণের দাবি । আর তা নিতে এসেই পুলিশের জালে ছয় অপহরণকারী ।

পুলিশ সুত্রে জানাগেছে , নেপালের ঝাপা জেলার বাসিন্দা লক্সমি গুরুং দীর্ঘদিন ধরেই কাজের স্বার্থে সৌদি আরবে ছিলেন । গত ৮ অগাস্ট সেখান থেকেই সদ্য নেপালে তার নিজের বাড়িতে ফেরেন।
সেখানেই পবন রাই নামে এক অসমের বাসিন্দার সাথে পরিচয় হয় তার । পবন রাই জানতে পারে যে লক্সমি গুরুং এর কাছে প্রচুর অর্থ রয়েছে । তারপর থেকেই কার্শিয়াং শিমুলবাড়ির দুই যুবক সুরজ সেবা , দীনেশ সেবা , মিরিকের রেওয়াস প্রধান ও আরও দুই যুবক মনোজ ঠাকুর , ক্রিষ্টোফার হেমব্রন কে সঙ্গে নিয়ে পবন রাই নামে ওই ব্যাক্তি লক্সমি গুরুংকে অপহরনের ছক কষে।

পরবর্তীতে তার মুক্তির জন্য লক্সমি গুরুং এর কাছে ৮ লক্ষ টাকা দাবি করে পবন রাই । সেই মতো অপহৃত ব্যাক্তি বিষয়টি ফোন করে তার নেপালের বাড়িতে জানান । অপহরণকারীদের পরিকল্পনা অনুযায়ী রবিবার রাত্রে ফুলবাড়ীতে এই টাকা নিয়ে যাবার কথা বলা হয় । তারপরেই গত ১২ তারিখ লক্সমি গুরুং এর পরিবার বিষয়টি লিখিতভাবে এনজেপি থানায় জানায় |

তারপরে শুরু হয় অপহরণকারীদের ফাঁদে ফেলার কাজ । তাদের কথা মতো রবিবার রাত্রে ফুলবাড়ীর একটি হোটেলে ডেরা বাঁধে পুলিশ। অপহরণকারীরা টাকা নিতে আসলেই সেখানেই ওই ছয় জনকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ । অবরোধকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে । গত সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুলিশী রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *