October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Landslide : সিংতামে ভয়াবহ ভূমিধস , পাওয়ার হাউসের ক্ষতি

শিলিগুড়ি , ২০ অগাস্ট : সিংতামে ভয়াবহ ভূমিধস , এরফলে পাওয়ার হাউসের ক্ষতি হয়েছে |

প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না সিকিম রাজ্যের । আজ আবারও সিকিমের সিংতামের কাছে বালুতারে NHPC তিস্তা স্টেজ V পাওয়ার হাউস এলাকায় ভূমিধস । এই ভূমিধসের ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন ।

510 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই জলবিদ্যুৎ কেন্দ্রটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি ।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি | তবে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে । স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে । ভূ বিজ্ঞানীরা মনে করছেন , এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে । পরিস্থিতির দিকে নজর রেখেছে সিকিম প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *