December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : নিখোঁজ হওয়ার প্রায় ৫ দিন পর মিলল দেহ

শিলিগুড়ি , ১৯ অগাস্ট : ফুলবাড়ী থেকে উদ্ধার হল নিখোঁজ গৌতম দাসের দেহ | গত ১৪ অগাস্ট থেকে নিখোঁজ ছিল শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের দুর্গা দাস কলোনির বাসিন্দা গৌতম দাস।
গৌতম দাসের স্ত্রী জানান ৬ বন্ধুর সঙ্গে ফুলবাড়ির গজলডোবা তিস্তা ক্যানেল এলাকায় ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় গৌতম দাস । এরপর পুলিশের পক্ষ থেকে তিস্তা ক্যানেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দিয়ে তল্লাশি চালানো হয় ।

গতকাল রাতে ফুলবাড়ী ব্যারেজের ক্যানেল এর এক নম্বর লকগেটে একটি দেহ দেখে পরিবারের লোকেরা ছুটে আসে এবং গৌতমের বলে পরিবারের লোকেরা চিনতে পারেন । দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *