December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Naxalbari : বিধায়ক দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ মুড়ি বস্তির বাসিন্দাদের

শিলিগুড়ি , ২৪ জুন : নক্সালবাড়ির হাতিঘিষায় সুধীর নাগাশিয়ার পরিবারের সাথে দেখা করলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ,দুর্গা মুর্মু , মহকুমা পরিষদের সদস্য অজয় ওরাওঁ সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন নিহতের পরিবারের সাথে কথা বলার পর কিছু আর্থিক সহায়তা করেন তিনি। পরে ঘটনায় ক্ষতিগ্রস্ত মুড়িবস্তি এলাকায় পরিদর্শনে যান। ঘটনাস্থলে তিন দিন পর বিধায়ক আসাকে কেন্দ্র করে স্থানীয় বিশ্বজিৎ রায় প্রশ্ন তোলেন।

তাঁর দাবি তার আসা করেছিলেন তিনি আরও দ্রুত আসবেন। এখন ঘটনাস্থলে আসার কোনো মানেই হয় না। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সঙ্গে কথা বলেন । বিধায়ক আনন্দময় বর্মন জানান , গোটা ঘটনা দুর্ভাগ্যজনক | তবে এক জনের মৃত্যু ঘটনায় এতগুলো বাড়ি ভাঙ্গচুর ও লুটপাট করা ঠিক নয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক ।

ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনার তদন্ত করে শাস্তির দাবি জানান তিনি । পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে সাহায্য করার আশ্বাস দেন তিনি । স্থানীয়দের প্রশ্ন প্রসঙ্গে বলেন মিটিং থাকায় আসতে পারেননি । রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রশ্ন বলে মনে করছেন তিনি।


এই প্রসঙ্গে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন , যতটা সম্ভব মানুষের সাহায্য করা হয়েছে | সকলের কাছে আবেদন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার । আজ বিধায়করা এলেন তারাও বিষয়টি দেখার আশাশ্ব দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *