October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : লক্ষাধিক টাকার অবৈধ মদ বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার ৯৩ বোতল অবৈধ মদ । বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিকআপ ভ্যান । খড়িবাড়ির বাংলা – বিহার সীমান্তের চক্করমারি চেকপোস্টের ঘটনা ।

গতকাল গোপন সূত্রে খবর পেয়ে নাকা তল্লাশি চলার সময় পিকআপ ভ্যান আটক করতেই সুযোগ বুঝে চম্পট দেয় চালক । আটক গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল অবৈধ মদ উদ্ধার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় , ৯৩ টি বোতলে ৮৩৭ লিটার অবৈধ বিলেতি মদ উদ্ধার করা হয়েছে | যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা ।

পূজার আগে এবং পরে নজরদারি বাড়ানো হবে বলে এসডিপিও নকশালবাড়ি বিনোদ বিহারী মিনা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *