October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Rape : পুলিশ কর্মীর বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ , পেশ আদালতে


শিলিগুড়ি , ২১ সেপ্টেম্বর : এবার ধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশ কর্মীর বিরুদ্ধেই । অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ওই এএসআই’কে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ ।

ধৃত এএসআই এর নাম অমর বীর । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি ।

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর , বাগডোগরা ট্রাফিক গার্ডে অভিযুক্ত ওই পুলিশ কর্মী কর্মরত ছিলেন । গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় অমর বীরের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । তিনি অভিযোগ করেন , তাকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে ।

পরবর্তীতে এএসআই অমর বীর আদালতে জামিনের আবেদন করেন । যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায় । পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত ওই পুলিশ কর্মী বলেই খবর ।

গতকাল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ মাল্লাগুড়ি এলাকা থেকে অমর বীরকে গ্রেপ্তার করে। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । ঘটনার তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *