December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ

Camp : দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে ক্ষোভ !

শিলিগুড়ি , ১০ এপ্রিল : ক্যাম্পে নেই জব কার্ডের পরিষেবা অসুবিধায় সাধারণ মানুষ l

সোমবার রানীগঞ্জ পানিশালী গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে পানিট্যাঙ্কির বুন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে দুয়ার সরকার ক্যাম্প করা হয় । ক্যাম্পে ১৭ টি প্রকল্পের কাউন্টার থাকলেও জব কার্ডের সুবিধা না পাওয়ায় হয়রানি ও সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ। স্থানীয় অমল বর্মনে বলেন ক্যাম্পে এসে কোনো রকম সমস্যা সমাধান হচ্ছে না। শুধু বার বার জেরক্স জমা নেওয়া হয় , কাজ হয় না । আবার জব কার্ডের কাউন্টার না থাকায় সমস্যা পড়তে হচ্ছে ।

এই প্রসঙ্গে প্রধান জানান , ১০০ দিনের কাজ বন্ধ | তাই নতুন করে জব কার্ডের নথি জমা নেওয়া হচ্ছে না। কাজ শুরু হলে জমা নেওয়া হবে ।
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি বলেন , কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতার জন্য মানুষের সমস্যা হচ্ছে । তারা উন্নয়নের পক্ষে মানুষের পাশে l




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *