September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Industry : শিল্প উদ্যোগীদের নিয়ে দুয়ারে এমএসএম ই ক্যাম্প

শিলিগুড়ি , ৭ অগাষ্ট : আয়োজিত হল শিল্পের সমাধানে শিল্প উদ্যোগীদের নিয়ে দুয়ারে এমএসএম ই ক্যাম্প ।

সোমবার মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত হয় এই শিবির | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শিবির আয়োজিত হচ্ছে । যার আয়োজক ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ।

এই ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীরা রাজ্যের শিল্পকে আরও উন্নত করতে সক্ষম হবে । ১ অগাষ্ট থেকে ১৮ অগাষ্ট পর্যন্ত চলবে এই শিবির । এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙ জেলার জেলাশাসক এস পুনাম্বালাম , শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ , শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্য বিশিষ্টরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *